ছেলে করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু, পরে ছেলের মৃত্যু খবর পেয়ে মারা গেলেন বাবাও

খান মাহমুদ, বগুড়া

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

সিরাজগঞ্জ সংবাদদাতা: ছেলে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়, এমন খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। পরবর্তীতে করোনা আক্রান্ত ওই ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে মারা গেলেন বাবাও।
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারের এ তিন সদস্যের  মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- সদানন্দপুর গ্রামের আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৯৫) ও তাদের ছেলে ল্যান্স কর্পোরাল (অব.) শহিদুল ইসলাম স্বপন (৬৫)।
গত শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা ও ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে ঈদের দিন বুধবার মারা যান রাবেয়া খাতুন।
জানা গেছে, সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন শহিদুল ইসলাম স্বপন। বুধবার তার অবস্থা খারাপ হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে ছেলের অবস্থা খারাপ শুনে তার মা রাবেয়া বেগম ঈদের দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে গত শনিবার ছেলে শহিদুল ইসলাম স্বপন মারা যান। তার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে বাবা আব্দুল মান্নান সিদ্দিকীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল বলেন, শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা-ছেলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরো খবর

আমার সোনার বাংলা ‍নিউজ

সোনাইমুড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

সংকট উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই : জেবেল

কাহালুতে গৃহবধূকে হত্যার করে স্বামী শ্বশুর-শাশুরির পলায়ন

ফিট হওয়ার যুদ্ধে নামলেন তামিম

তারাগঞ্জে চামড়ার বাজারে ক্রেতার দেখা নেই

বড়াইগ্রামে ৮০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

করোনাকালেও বাংলাবান্ধা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ রাজস্ব আদায়

সংক্রমণ আরও বাড়লে হাসপাতালে জায়গা হবে না

সম্পাদক : মিল্লাতুর রহমান মিরন
ঠিকানা: চৌমুহনী, নোয়াখালী
মোবাইল : 01711-737547
ইমেল: fasttv247@gmail.com

All Rights Reserved By Fasttv24

Design and Developed By Goodluck iT