সংকট উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই : জেবেল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : দেশের জাতীয় সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম ও অগ্রগতি-সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।

সোমবার (২৬ জুলাই) বাংলাদেশ ন্যাপ’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের অখন্ডতা রক্ষা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরণ, সকল প্রকার বঞ্চনার অবসান, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, সন্ত্রাস-অবিচার-অত্যাচার-চাঁদাবাজি প্রভৃতি রোধ এবং নির্বাচনে নিরপেক্ষ ও দলীয় নিয়ন্ত্রণমুক্ত কর্তৃপক্ষের অধীনে জনগণের  ভোটাধিকার প্রয়োগের অবাধ সুযোগ প্রদান প্রভৃতি বিষয়ে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকেতে হবে। মনে রাখতে হবে, জাতীয় ঐক্য ছাড়া কোনও জাতি টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতি জাতির উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণেরও রক্ষাকবচ। এই ঐক্য ও সংহতি নিছক নির্বাচন বা ভোটকেন্দ্রিক জোট নয়। যারা দেশকে ভালবাসেন, গণতন্ত্রকে ভালবাসেন মতপার্থক্য থাকলেও দেশ এবং গণতন্ত্র রক্ষায় তাদের নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ ন্যাপ দেশ-জাতি ও জনগণের স্বার্থে যেকোনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানবাধিকার পদদলিত, দেশে সুশাসন নেই, গণতন্ত্র নির্বাসনে। দুর্নীতি, স্বজন ও দলপ্রীতি আমাদের ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এ থেকে উদ্ধার পাবার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। সময় ফুরিয়ে যাচ্ছে। অবিলম্বে ঐক্য প্রক্রিয়া শেষ করে দেশকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে হবে।

ভার্চুয়াল এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, মনির এনায়েত মল্লিক, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, মো. আতিকুল ইসলাম, এহসানুল হক জসীম, কৃষক মো. মহসীন ভুইয়া, কেন্দ্রীয় নেতা মো. কামাল ভূঁইয়া, রেজাউল করিম রীবন, মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যক্ষ নজরুল ইসলাম, ডা. জসীম তালুকদার প্রমুখ।

আরো খবর

আমার সোনার বাংলা ‍নিউজ

সোনাইমুড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাহালুতে গৃহবধূকে হত্যার করে স্বামী শ্বশুর-শাশুরির পলায়ন

ফিট হওয়ার যুদ্ধে নামলেন তামিম

তারাগঞ্জে চামড়ার বাজারে ক্রেতার দেখা নেই

ছেলে করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু, পরে ছেলের মৃত্যু খবর পেয়ে মারা গেলেন বাবাও

বড়াইগ্রামে ৮০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

করোনাকালেও বাংলাবান্ধা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ রাজস্ব আদায়

সংক্রমণ আরও বাড়লে হাসপাতালে জায়গা হবে না

সম্পাদক : মিল্লাতুর রহমান মিরন
ঠিকানা: চৌমুহনী, নোয়াখালী
মোবাইল : 01711-737547
ইমেল: fasttv247@gmail.com

All Rights Reserved By Fasttv24

Design and Developed By Goodluck iT